শেখ জামাল ডিপিএল চ্যাম্পিয়ন

ম্যাচসেরা নুরুল হাসান সোহান

 

আবাহনী লিমিটেডকে হারিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়ে গেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতেছে ইমরুল কায়েসের দল। আগে ব্যাট করতে নেমে আবাহনী ৬ উইকেটে ২২৯ রান করেছিল। নুরুল হাসানের ৮১ বলে ৮১ রানে ৩ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। দলীয় ২০ রানে পারভেজ রসুলের বলে মোহাম্মদ নাঈমের (১৬) বিদায়ে তাদের উইকেট পতন শুরু হয়। মিরপুরের ধীরগতির পিচে রান তোলাই ছিল কষ্টকর। লিটন দাস আজ মাত্র ৪ রান করে জিয়াউরের শিকার হন। মিডল অর্ডারে নেমে একমাত্র ফিফটি উপহার দেন তৌহিদ হৃদয় (৫৩)। আবাহনীর দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪৭* রান আসে জাকের আলীর ব্যাট থেকে।

এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিনও ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। এই  দুজনের ৭৫ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২৯ রান তোলে আবাহনী।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২১ রানে প্রথম উইকেট হারায় শেখ জামাল। সাইফ হাসানকে (১৫) ফিরিয়ে দেন সাইফউদ্দিন। অপর ওপেনার সৈকত আলীকেও (১৭) লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইনজুরি কাটিয়ে ফেরা এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর অধিনায়ক ইমরুল কায়েস (১৫), মুশফিকুর রহিম (১৬ আর রবিউল ইসলাম রবি (৩) দ্রুত আউট হয়ে গেলে ৭৮ রানে ৫ উইকেট হারায় শেখ জামাল। সেই অবস্থা থেকে দলকে টেনে তোলেন নুরুল হাসান সোহান আর পারভেজ রসুল।

দুজনে ষষ্ঠ উইকেটে গড়েন ৭২ রানের জুটি। সোহান ৮১ বলে ৮ চার ২ ছক্কায় ৮১* রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পারভেজ রসুল তাকে সঙ্গ দিয়ে আউট হন ৪০ বলে ৩৩ রানে। এরপর জিয়াউর রহমানকে নিয়ে অবিচ্ছিন্ন ৮২ রানের সপ্তম উইকেট জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল। ২৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন জিয়াউর। তবে ম্যাচ জেতানো ইনিংস উপহার দেওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে নুরুল হাসান সোহানের হাতে।

Print Friendly, PDF & Email

Related Posts