ভোলায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোকাম্মেল হক মিলন, ভোলা: জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো- বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে আদালত চত্বরে আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের ১০টি স্টল বসে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. মহসিনুল হক।
অনুষ্ঠানে ভাচ্যুয়ালী যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এ সময় উপস্তিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম সেবা) জেলা লিগ্যাল অফিসার সাব্বির মোঃ খালিদ, ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, ভোলা বারের পিপি সৈয়দ আশ্রাফ হোসেন লাভু, ভোলা জেলা বারের সাধারন সম্পাদক মাহবুবুল আলম লিটু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

Related Posts