চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাঙ্গুনিয়া তৈলাভাঙ্গা বিলে একটি কাদার গর্তে আটকে গেছে একটি বন্য হাতি।
শনিবার (৩০ এপ্রিল) সকালে বন্য হাতিটি কাদার ডোবায় পড়ে আটকে যায়। হাতিটি গর্ত থেকে দীর্ঘসময় ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। হাতিটি ক্লান্ত হয়ে এখন মৃত্যুপথযাত্রী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে বন বিভাগ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সায়েদ হোসাইন জানান, তৈলাভাঙ্গা বিলের পদ্মাডেবা নামক এলাকায় বন্য হাতিটি বড় কাদার গর্তে পড়ে যায়। হাতিটির দেহের প্রায় পুরো অংশই কাদাতে ডুবে রয়েছে। হাতিটি বারবার এই গর্ত থেকে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন মৃতপ্রায়। হাতিটির এই অবস্থা দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাতি কাদায় আটকে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। বন বিভাগের কর্মীরা হাতিটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে। হাতিটিকে উদ্ধার করে সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া হবে।