হবিগঞ্জে মানিক চৌধুরী পাঠাগারের ‘মেধাবী শিক্ষা সহায়তা’ প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মানিক চৌধুরী পাঠাগারের উদ্যোগে মেধাবী শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পাঠাগারের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীর পত্নী রোকেয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুজ জাহের, বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, গাঠাগার পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক জাহান আরা খাতুন, মো. ওয়াহিদুজ্জামান মাসুদ, মিনাল কান্তি রায় মিনু, মো. আবুল ফজল, ধীমান দাশ, মো. আলম মিয়া, আমার হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান, বার্তা সম্পাদক তারেক হাবিব, সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ রাজা প্রমুখ।

শিক্ষা সহায়তা পেয়ে তাসমিনা আক্তার, বিশ্বজিৎ বৈঞ্চব, মো. মহিবুর রহমান, মঙ্গলী রবিদাস, সৈয়দ তাউসিফুল ইসলাম বলেন, এ সহায়তার মাধ্যমে আমাদেরকে সম্মানীত করেছে মানিক চৌধুরী পাঠাগার। আমাদের মাঝে প্রেরণা সৃষ্টি হয়েছে। আমরা এগিয়ে যেতে চাই। চাই দেশের জন্য কাজ করতে।

সভায় বক্তারা মেধাবী শিক্ষার্থীদের শুভ কামনা করে বলেন, সুশিক্ষা গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। মানিক চৌধুরী পাঠাগার শিক্ষার্থীদের পাশে থাকবে।

মামুন/এইচ

Print Friendly

Related Posts