মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বান্নল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পালিত ছেলে সোহেল (৪৩) শাবলের আঘাতে পিতা দিদার (৬৮) নিহত হয়েছে।এমন অভিযোগে এলাকাবাসী পালিত ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) সকালে কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, দিদার হোসেনের কোনো সন্তান ছিল না। পরে সোহেল হোসেনকে দত্তক নেন তিনি। সোহেলকে নিজের পিতৃস্নেহ দিয়ে লালন করতে থাকেন। পরবর্তীতে দিদার দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। এই পক্ষে তার সন্তানও রয়েছে। বড় হয়ে সোহেল জায়গা-জমি নিয়ে প্রায়ই বাবার সাথে ঝগড়া বিবাদ করেন।
জমি সংক্রান্ত ব্যাপারে নিয়ে আজ সকাল ১১টার দিকে সোহেলের ছোট মায়ের সাথে ঝগড়া করে সোহেল রানা। এ সময় তার পিতা দিদার হোসেন সেখানে গেলে সোহেলের হাতে থাকা একটি লোহার শাবল দিয়ে পিতার মাথায় আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান দিদার হোসেন।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, সকালে সোহেল রানা জমি সংক্রান্ত ব্যাপারে শাবল দিয়ে তার বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিত ছেলেকে আটক করে মরদেহ উদ্ধার করা হয়ছে।এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।