ইলিশা লঞ্চ টারমিনাল টিকেটে বেশি টাকা নেওয়ায় সাজা

মোকাম্মেল হক মিলন, ভোলা: ভোলা ইলিশা লঞ্চ ঘাট পন্টুন কাউন্টার টারমিনাল টিকেটে বাড়তি টাকা নেয়াসহ নানান অভিযোগে লিটন নামে একজনকে সাত দিন জেল ও ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা ও মুচলেকা নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ।

কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত ভোলা ইলিশা লঞ্চ ঘাটে টিকেটে বাড়তি পাঁচ টাকার পরিবর্তে দশ টাকা আদায়সহ বিভিন্ন ধরনের মালামাল বাবদ বেশি টাকা আদায় করে আসছিল। জেলা প্রশাসককে অভিযোগ জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে টিকেট কাউন্টার লিটনকে আটক করে সাতদিনের জন্য জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া ভবিষ্যতে ইজারাদার পাঁচ টাকা করে টার্মিনাল টিকেট নেবে এ মর্মে মুচলেকা নিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার গৌতম সিং জানান, যেখানেই অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতনের অভিযোগ পাওয়া যাবে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

উল্লেখ্য ভোলা জেলা এনএসআই কর্মকর্তার তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Print Friendly

Related Posts