হাঙ্গেরির চিকিৎসক দলের ১০ দিনের রিকনস্ট্রাকটিভ অ্যান্ড ল্যাপারস্কোপিক সার্জারি ক্যাম্প

সিরাজগঞ্জে জন্মগত বিকলাঙ্গ, দুর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক ও ল্যাপারস্কোপিক সার্জারি ক্যাম্প শুরু হয়েছে।

দেশীয় উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতের আয়োজনে বাংলাদেশ-হাঙ্গেরির যৌথ উদ্যোগে হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগ, সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। সার্জারি ক্যাম্পে হাঙ্গেরি থেকে আগত ১৩জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসেবী অংশ নেবেন।

রোববার (৮ মে) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজক ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত বলেন, বিগত প্রায় ১ দশক যাবৎ বাংলাদেশে জন্মগত বিকলাঙ্গ, দুর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো বিশেষায়িত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বাংলাদেশের জোড়া মাথার জমজ শিশু রাবেয়া-রুকাইয়া পৃথকীকরণ সফলভাবে সম্পন্ন করেছে এ টিম। আমি আশা করি ভবিষ্যতেও তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের টিম লিডার ডা. গ্রেগ পাটাকি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধেও প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশ হাঙ্গেরি। মহান মুক্তিযুদ্ধের সময় ফিল্ড হাসপাতাল স্থাপন করে আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসাসেবা প্রদান করেছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াতে হাঙ্গেরির “অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন” এর যৌথ উদ্যোগে আয়োজিত জন্মগত বিকলাঙ্গ, দুর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্লাাস্টিক সার্জারি কার্যক্রম বাংলাদেশ-হাঙ্গেরির কূটনৈতিক সর্ম্পককে অনন্য মাত্রা দান করবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় পাবনা জেলার জোড়া মাথার জমজ শিশু রাবেয়া-রুকাইয়ার পৃথকীকরণ অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে আমাদের টিম। যা চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য।

তিনি বলেন, অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন ইতোমধ্যেই বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় ৬০০ ছোট-বড় সফল অপারেশন সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ১৭টি অপারেশন জোড়া জমজ শিশুর পৃথকীকরণ। আমরা ভবিষ্যতে এ সেবা কার্যক্রম অব্যাহত রাখবো।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাঙ্গেরি থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক টিমের Dr. Gergely Zoltan Pataki, Dr. Krisztina Baranyai, Dr. Nóra Péterfy, Dr. Katalin Szenohradszky, Dr.Erzsébet Ezer, Dr. Attila Fekete, Dr. Péter Vancsó, Dr. Dániel Maksa, Ms. Zsuzsanna Karsza-Kiri, Ms. Zsuzsanna Császár, Dr. Varga Tamás, Mr. Richard Fuchs, Dr. Peter Sipos, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শারিতা মিল্লাত সিআইপি, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. রামপদ রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা, সিরাজগঞ্জ বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জহুরুল হক রাজা ও সিরাজগঞ্জ স্বাচিপের সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম।

১০দিনব্যাপী আয়োজিত এ সেবা কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত।
ইতোমধ্যেই ৬০ জন রোগীর রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিষ্ট্রেশন কার্যক্রমটি আগামী ১৭ মে পর্যন্ত চলমান থাকবে।

তথ্যসূত্র: সামিউল ইসলাম, এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, ইমেইল-shovon.lbn@gmail.com

Print Friendly

Related Posts