২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে

নবীনগরে সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এবাদুল করিম বুলবুল এমপি

 

জ.ই বুলবুল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি ।

রোববার (১৫ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ৫০ বছর পূর্তির এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আবতাবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, অধ্যাপিকা নুরনাহার বেগম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতা কর্মী, ইউপি চেয়ারম্যান, এলাকার সুধী সমাজ, স্কুলটির প্রাক্তন ও বর্তমান শিক্ষক মন্ডলী।

এ সময় শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ সুবর্ণ জয়ন্তীর উৎসবটি উপভোগ করেন।

উল্লেখ সকালে একটি বর্ণাঢ্য র্যালি গাছ রোপণ, বিশাল আকৃতির একটি কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।

স্কুলটির সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠে। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।

Print Friendly

Related Posts