ইফতেখার শাহীন: বরগুনা পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১ টার দিকে মার্কেটের কাপড়ের ও জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের ২৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
পৌর মার্কেটের ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আমার ইলেকট্রনিকের দোকানটি পুড়ে ছাই হয়েছে।
পৌর মার্কেটের কাপড় বিক্রেতা সাইদী ও নাঈম বলেন, আমাদের দোকানে ১০ লাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে গেছে।
মার্কেটের সভাপতি নাসির উদ্দিন বলেন, আগুনে তাদের মার্কেটের সম্পূর্ণটা পুড়ে গেছে। কেউ কিছুই বাঁচাতে পারেনি। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, খবর পেয়ে বরগুনার দুটি ইউনিট, বেতাগীর একটি, আমতলীর একটি ও পটুয়াখালীর মির্জাগঞ্জের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনের উৎস খুঁজে বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস।
বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার নিরাপত্তা রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।