শায়েস্তাগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার নিন্দা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মো. আদিল জজ মিয়ার উপর সিএনজি অটোরিকশা চালকদের হামলার ঘটনায় নিন্দা জানানো হয়েছে।

বুধবার (১৮ মে) শায়েস্তাগঞ্জ উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সাথে চেয়ারম্যানের উপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি দাবি জানানো হয়েছে।

এছাড়া সভায় শায়েস্তাগঞ্জের সুরুজ মিয়ার ওয়ান টেন জুয়া খেলার আসর বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে র‌্যাবের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

এমপি আবু জাহির বলেন, অপরাধী কাউকে ছাড় দেওয়া যাবে না। সে যেই হোক না কেন, দ্রুত আইনের আওতায় নিতে আসতে হবে।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল জনগণ বার বার নৌকায় ভোট দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মোতাহার হোসেন, থানার ওসি অজয় চন্দ্র দেব, হাইওয়ে থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রমাপদ দে, দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক।

বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাস মন্টু, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভা সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া ওলিপুরে যাওয়ার পথে একদল সিএনজি অটোরিকশা শ্রমিক তাঁর উপর অন্যায়ভাবে হামলা চালায়। তারা (শ্রমিকরা) চাঁদাও দাবী করে। ঘটনার পর থেকে তাঁর (চেয়ারম্যান) কর্মী-সমর্থক ও দলীয় কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার পরদিন ইউপি চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২২ জনকে আসামী করা হয়। পরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও বাকীরা পলাতক।

মামুন/এইচ

Print Friendly

Related Posts