ধামরাইয়ে মাটি ভরাটকে কেন্দ্র করে দুই কোম্পানির মধ্যে উত্তেজনা

মো. রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ের এবি গ্রুপের ক্রয়কৃত জমির পাশে ইনডেট গ্রুপে জমি ক্রয় করে। এতে দুই কোম্পানীর মধ্যে রয়েছে সীমানার জটিলতা। ইনডেট গ্রুপ মাটি ভরাট করতে গেলে, দুটি কোম্পানির মধ্যে দেখা দেয় উত্তেজনা ।

এলাকাবাসী জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৬ শতাংশ জমি ক্রয় করে এবি গ্রুপ। পাশাপাশি প্রায় ৯ শতাংশ জমি ক্রয় করে ইনডেট গ্রুপ। এতে দুইটি কোম্পানীর সীমানার জায়গা নিয়ে জটিলতা দেখা দেয় । গতকাল সকালে ইনডেট গ্রুপ মাটি ভরাটের কাজ শুরু করলে দুই কোম্পানীর মধ্যেই উত্তেজনা দেখা দিলে পরে ধামরাই থানার ওসি তদন্ত ওয়াহিদ পারভেজ ঘটনাস্থলে এসে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন। এতে পরিস্থিতি শান্ত হয়ে যায় ।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি তদন্ত ওয়াহিদ পারভেজ বলেন, ওই খানে মাটি ভরাটকে কেন্দ্র করে আইনশৃখলার অবনতি হওয়ার আশংকা ছিল তাই মাটি ভরাট বন্ধ করে দুপক্ষকেই কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে ।

Print Friendly, PDF & Email

Related Posts