ঢাকা টেস্টের তৃতীয় দিনে শুরুতে এবাদত-সাকিবের জোড়া ধাক্কা

ঢাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন চলছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুটা দারুণ করেছিলেন এবাদত হোসেন ও সাকিব আল হাসান। তবে শুরুতে জোড়া ধাক্কার পর প্রতিরোধ গড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা।

২ উইকেটে ১৪৩ রান নিয়ে আজ বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।

প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে বোল্ড করে দেন এবাদত। এরপর দলীয় ১৬৪ রানে লঙ্কান দলপতি দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। ১৫৫ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি।

সফরকারীরা ৪ উইকেটে ২১০ তোলার পর মিরপুরে নেমেছে বৃষ্টি। এরপর লাঞ্চ বিরতিতে গেছে দুদল। ধনাঞ্জয়া ৩০ ও ম্যাথুজ ২৫ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে ৮৫ বলে ৪৬ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৬৫ রান করে। টাইগারদের চেয়ে আরো ১৫৫ রানে পিছিয়ে আছে লঙ্কানরা, হাতে আছে ৬ উইকেট।

Print Friendly

Related Posts