ভোলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

মোকাম্মেল হক মিলন: ভোলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট পৃথক পৃথক ভাবে ৩০ মে, সোমবার ঘোষণা করা হয়েছে।

জানা যায় ২নং ইলিশা ইউনিয়নে নর্বনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ছোটন এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট পেশ করেন ইউনিয়ন সচিব মোহাম্মদ নোমান।

বাজেটে আয় ধরা হয়েছে ৬ কোটি, ২৪ লক্ষ ৮৮ হাজার ৬শত ৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৮ লক্ষ ৫৪ হাজার ১০০ একশত ৫০ পঞ্চাশ টাকা। উদূত্ত দেখানো হয়েছে ৬ লক্ষ ৩৪ হাজার ৫০০ শত টাকা। এ বাজেট আনুষ্ঠানিক ভাবে জন সম্মুখে ঘোষণা করেন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ছোটন।

এ সময় গণমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজসেবক ফজলুল হক, শাহজাহান মাষ্টার, আমির হোসেন, তছির আহাম্মদ হাওলাদার, আবুল হাজারী, লালমিয়া, আক্তার হোসেন চয়ন, মাহাবুব আলম, আ. মালেক ও মোসলেউদ্দিন মিলন, মহিলা মেম্বার নাজমা বেগম এবং কোস্ট ফাউন্ডেশন এর নাগরিক প্রকল্পের কর্মকর্তা মো. ফজলুল হক ও ফিল্ড কর্মী সুমাইয়া বেগম।

এসময় বক্তাগণ বাজেটের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের জন্য আহবান জানানো হয়। পাশাপাশি জন্মনিবন্ধন, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক বিরোধী কার্যক্রম ও করোনা ভ্যাকসিন গ্রহণ সহ মাক্স ব্যবহারের উপর গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য কোস্ট ফাউন্ডেশন নাগরিক কমিটির সহযোগীতায় এই বাজেট ঘোষণা করা হয়েছে।

চরসামাইয়া ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

অপরদিকে ভোলার চরসামাইয়া ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ৩০ মে, ২০২২, সোমবার ঘোষনা করা হয়েছে।

চরসামাইয়া ইউনিয়নে নর্বনির্বাচিত চেয়ারম্যা জনাব মোঃ মহিউদ্দিন মাতাব্বর এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট পেশ করেন ইউনিয়ন সচিব মো. আলাউদ্দিন। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি, ৭ লক্ষ ১১ হাজার ৩শত ১৩ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬ লক্ষ ৫৩ হাজার ৯ শত আশি টাকা। উদূত্ত দেখানো হয়েছে ৫৭হাজার ৩ শত ৫০ টাকা। এ বাজেট আনুষ্ঠানিক ভাবে জন সম্মুখে ঘোষণা করেন চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর।

এ সময় গণমান্য ব্যক্তিবর্গ ও মেম্বারদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান, রিয়াজ উদ্দিন মাতাব্বর, আসিফ মহাজন, মহিলা মেম্বার পারভীন বেগম এবং কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা মজিবল হক প্রমূখ।

এসময় বক্তাগণ বাজেটের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের জন্য আহবান জানানো হয়। পাশাপাশি জন্মনিবন্ধন, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক বিরোধী কার্যক্রম ও করোনা ভ্যাকসিন গ্রহণ সহ মাক্স ব্যবহারের উপর গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য কোস্ট ফাউন্ডেশন নাগরিক কমিটির সহযোগীতায় এই বাজেট ঘোষণা করা হয়েছে।

Print Friendly

Related Posts