‘লা ফিনালিসিমা’—শিরোপা জয়ের রাতে ইতালিকে উড়িয়ে দিয়ে লাতিন আমেরিকা ও ইউরোপ-সেরার লড়াইটি যেভাবে আর্জেন্টিনা জিতেছে, সেটা নিয়ে আশার সঞ্চার হয়েছে আর্জেন্টিনা-ভক্তদের মনে।
লিওনেল মেসি আর তার সতীর্থদের অসাধারণ খেলা আর্জেন্টিনার সমর্থকদের কাতার বিশ্বকাপ নিয়ে আশাবাদী করে তুলেছে।
লা ফিনালিসিমা জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক বলেন, দলটি যেকোনো কিছুর জন্যই প্রস্তুত। সব দলের বিপক্ষে সবকিছু জয়ের জন্য লড়াই করতে পারবে তারা!
মেসি প্রথমে ইতালির বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজের সন্তুষ্টির কথা বলেন। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, ফাইনাল ম্যাচটি আমাদের জন্য দারুণ কেটেছে। এখানে আর্জেন্টিনার সমর্থকে ভরা ছিল। আমরা জানতাম, চ্যাম্পিয়ন হলে দারুণ এক পরিবেশ তৈরি হবে।’
২৮ মিনিটে মেসির অসাধারণ এক ড্রিবলিং শেষে তাঁরই বক্সের মধ্য থেকে দেওয়া এক পাস থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। প্রথমার্ধেরই যোগ করা সময়ে মার্তিনেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আনজেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মেসির পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন বদলি হিসেবে নামা পাওলো দিবালা।
দ্বিতীয়ার্ধে শেষ দিকে গিয়ে একটি মাত্র গোল পেলেও এই সময় ইতালির রক্ষণকে বেশ চাপে রেখেছিল আর্জেন্টিনা।
লিওনেল মেসি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা অসাধারণ খেলেছি।’ এটা বলতে গিয়েই মেসি সমর্থকদের শুনিয়েছেন আশার বাণী, ‘আমরা ভালো থেকে আরও ভালো হচ্ছি। আমরা আরও উন্নতি করে পারি। আজ আমরা আরও একবার দেখিয়েছি যে দলটি সবকিছুর জন্যই প্রস্তুত।’
এই ম্যাচটি নিয়ে আর্জেন্টিনা টানা ৩২ ম্যাচে অপরাজিত। এটাও মেসির কাছে অসাধারণ এক ব্যাপার, ‘জয়ের ধারায় থাকাটা খুব ভালো ব্যাপার। দলটি ম্যাচ হারে না। এটা ইতিবাচক বিষয়। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। এ ধারাটা ধরে রাখতে হবে। উন্নতি করে যেতে হবে। আমরা এটাই চাই।’