সীতাকুণ্ডে দুর্ঘটনায় আহতদের পাশে বেটার লাইফ হাসপাতাল

জ.ই বুলবুল: করোনা মহামারীর পর এবার চট্টগ্রামে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা সহ মানবতার সেবায় আবারো এগিয়ে এলেন রাজধানী রামপুরায় অবস্থিত ২০০ শয্যা বিশিষ্ট বেটার লাইফ হাসপাতাল।

সোমবার (৬ জুন) রামপুরায় অবস্থিত হাসপাতালের ব্যাবস্হাপনা পরিচালক ব্যারিস্টার রেজাউল রহমান রাজন সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এ মহতি সেবার বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, দেশের নানা দুর্যোগ মোকাবেলায় প্রতিবারের ন্যায় আমরা সেবায় বদ্ধপরিকর। চট্টগ্রামের সীতাকুণ্ডু কন্টেইনার ডিপোতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। পাশাপাশি এই অনাকাঙ্ক্ষিত দুর্যোগে আমরা আহত রোগীদের পাশে দাঁড়িয়েছি।

বেটার লাইফ হসপিটালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং স্বশরীরে ঘটনাস্থলের উদ্দেশ্যে আইসিইউ অ্যাম্বুলেন্সসহ যাত্রা করেছেন। তাছাড়া আমরা বেটার লাইফ হসপিটালের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানও করব। এতে আইসিইউ, সিসিইউ, এইসডিইউ যা যা প্রয়োজন ২৪ ঘণ্টা আমাদের বেটার লাইফ হসপিটাল কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক।

জরুরী প্রয়োজনে যোগাযোগ করার জন্য নীচের ফোন করুন- বেটার লাইফ হাসপাতাল, ডিআইটি রোড,রামপুরা, ঢাকা ০৯৬৩৯-৭৮৬-৭৮৬

Print Friendly, PDF & Email

Related Posts