মোকাম্মেল হক মিলন, ভোলা: হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখার অধিকার এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ বজায় রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন মহান জাতীয় সংসদে অনুমোদন দেওয়ার দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ভোলা নলীনি দাস হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. কামাল এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম, ডাক্তার নুরুল হক, ডাক্তার আব্দুল মালেক, ডাক্তার মোফাজ্জল হোসেন, ডাক্তার মো. ফারুক (চরফ্যাশন), আব্বাসউদ্দীন ফারুক (তজুমুদ্দিন), ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ ও ডাক্তার মাওলানা আবু সুফিয়ান।