বন্যা: বিমানবন্দরের পর এবার সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

বিমানবন্দরের পর এবার সিলেটের রেলস্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ।

আজ (শনিবার) বেলা দেড়টার দিকে এ ঘোষণা দেয়া হয়। সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, রেলস্টেশনে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে, মৌলভীবাজারের কুলাউড়া বা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ সচল রাখা যায় কি না- এ বিষয়ে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল শুক্রবার বিকেলে বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে বুধবার থেকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এ দিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে সিলেট নগরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে।

Print Friendly

Related Posts