নলছিটিতে দুই দলিল লেখকের সনদ স্থগিত

বরিশাল ব্যুরো : ঝালকাঠির নলছিটিতে পক্ষগণের যোগসাজশে ভুয়া দলিল সম্পাদন করায় দলিল লেখক মিজানুর রহমান (সনদ নং-১০১) ও দলিল লেখক মো. আসলাম (সনদ নং-৭০) এর সনদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

একই সাথে তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তার জবাব আগামী দশ কার্য দিবসের মধ্যে জেলা সাব রেজিষ্টার বরাবরে দাখিল করতে বলা হয়েছে।

সূত্র মতে, দলিল লেখক মো. আসলাম ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে পক্ষগনের সাথে যোগসাজশে সরকারি কৃৃষি বন্দোবস্ত দলিলের ১৩ নং শর্ত অনুযায়ী হস্তান্তর যোগ্য না হওয়া সত্বেও জাল খতিয়ান ও জাল খাজনা দাখিলা তৈরি করে একটি দলিল রেজিষ্ট্রি সম্পাদন করেন। একই সালের এপ্রিল ও মে মাসে সম্পত্তির মালিকানা নিশ্চিত না হয়ে পক্ষগণের যোগসাজশে দুটি ভুয়া দলিল রেজিষ্ট্রি করেন মো. মিজানুর রহমান।

এছাড়া আরেক দলিল লেখক মো. আল আমিন ২০২০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ একটি দলিল রেজিষ্ট্রি করেন যার ভিতরে একজন দাতা সরকারি তালিকাভুক্ত মানসিক ও বাক প্রতিবন্ধী রয়েছেন। দলিল লেখক মো. আল আমিন কে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে আগামী দশ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নলছিটি সাব রেজিষ্ট্রার মো. সালাউদ্দিন।

 

ছবি: দলিল লেখক মো. আসলাম ও মিজানুর রহমান

কেএম/বি

Print Friendly

Related Posts