বরগুনার বামনায় বসতবাড়ী উচ্ছেদ আভিযান

ইফতেখার শাহীন: বরগুনার বমনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের দখলদার ছগির গংদের বসতবাড়ী উচ্ছেদ করেছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে শহীদুল ইসলাম তার পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দখলদার ছগির গংদের বিবাদী করে আদালতে মামলা করেন। এ মামলায় ১ একর সাড়ে ৭৯ শতাংশ জমি শহীদুলের পক্ষে রায় দেয় আদালত। পরবর্তীতে শহীদুল আদালতে উচ্ছেদ মামলা করেন। এ উচ্ছেদ মামলার ভিত্তিতে শনিবার (১৮ জুন) সকাল ৯ টায় আদালতের প্রতিনিধি জেলা নাজির ফারুক আহম্মেদের নেতৃত্বে দখলদার ছগির গংদের বসতবাড়ী ভেঙ্গে দেয়া হয়।

এ ব্যাপারে শহিদুল বলেন, ১৩ বছর পরে আমি আমার দাদুর কবরসহ সকল জমি আইনের মাধ্যমে উদ্ধার করতে পেরেছি এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার জমিতে যেতে পারছিনা।  বিবাদী গ্রুপ আমার প্রাননাশের হুমকি দেয়। এজন্য আমি আইনের সাহায্যপ্রার্থী।

Print Friendly, PDF & Email

Related Posts