ইফতেখার শাহীন: বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে এক পুকুরে ৭টি ইলিশ মিলেছে। খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পরলে পুকুর থেকে পাওয়া তাজা ইলিশ দেখতে ভিড় জমান স্থানীয়রা।
গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোসা. রিজিয়া বেগমের বাড়ির পুকুরে ছোট-বড় মিলিয়ে ৭টি ইলিশ মাছ ধরা পড়ে।
ওই পুকুরে মাছ ধরতে আসা মো. শাহিন বলেন, ৪০০-৫০০ গ্রাম ওজনেরও ইলিশ পাওয়া গেছে।
এ ঘটনায় মোসা. রিজিয়া বেগমের পরিবারের সবাই আনন্দিত। তবে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন অনেকে। কীভাবে পুকুরে ইলিশ এলো তা সবাইকে ভাবিয়ে তুলেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, পুকুরে ইলিশ পাওয়া গেছে, এটা আশ্চর্যের বিষয়। তবে এটা নিয়ে এখনো গবেষণা চলছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের গবেষক ড. লোকমান হোসেন বলেন, দেশের বিভিন্ন পুকুরে ইলিশ পাওয়ার খবর মিডিয়ায় পেয়ে থাকি। বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ করা নিয়ে এখনো গবেষণা চলছে। তবে অতি শিগগিরই গবেষকরা এ নিয়ে সুখবর দেবেন বলে আশা করা যায়।