সেন্ট লুসিয়া: বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ উইন্ডিজের

সেন্ট লুসিয়ার ড‍্যারেন স‍্যামি ন‍্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর এই নিয়ে প্রথম দুই টেস্টেই টস হারলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সেন্ট লুসিয়ার উইকেট গতিময়। পেস বোলিংয়ের স্বর্গ।

সেইসঙ্গে ব্যাটারদের জন্যও ভালো রান করার সুযোগ আছে। এমন উইকেটে গতি আর বাউন্স সামলাতে হবে ব্যাটারদের। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান তাই গতকাল সতীর্থদের সেই বাউন্স সামলানোর প্রস্তুতির কথা বলেছেন।

অ্যান্টিগায় অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশের পারফর্মেন্স ছিল যাচ্ছেতাই। প্রথম ইনিংসে মাত্র ১০০৩ রানে অল-আউট হয়েছিল। পরে দ্বিতীয় ইনিংসে সাকিব-সোহানের জুটিতে খেলা জমে উঠলেও হার এড়ানো যায়নি। ৭ উইকেটের পরাজয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করে বাংলাদেশ।

Print Friendly

Related Posts