ভোলায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করে দিনটি স্মরনীয় করে রেখেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভা যাত্রা শুরু করে সরকারী স্কুল মাঠে বনাঢ্য মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন। এখানে বড়ো পর্দায় উদ্ভোধন অনুষ্ঠান দেখানোর সুযোগ করে দেন এবং পুলিশের দৃষ্টি নন্দন বাদ্য যন্ত্র তালে তালে শহর প্রদক্ষিণ করেছে। এছাড়া আনন্দ সমাবেশ, বর্ণিল আতশবাজি প্রদর্শনীর আয়োজন করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলবাসী কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের গোটা জাতির অহংকার ও গর্ব ফিরিয়ে এনেছেন। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক।
তিনি বলেন দক্ষিণ অঞ্চল এর যোগাযোগ শিল্প অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব ঘটাবে এই পদ্মা সেতু। তিনি আরো বলেন, সেতু উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা সাথে কোন জেলার মানুষ সুফল ভোগ করবে
জেলা প্রশাসক আরো উল্লেখ করেন আপনার পর্যটন শিল্প কারখানা গড়ে তুলবে এবং কৃষিপণ্য যোগাযোগ ব্যবস্থা মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে । ভোলাবাসী প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু যাতে দ্রুত নির্মাণ কাজ করা হয় সে জন্য সরকারের নিকট জনগণের দাবি তুলে ধরা হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম , ফজিলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন ও উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং অনলাইন উপজেলা থেকে মোট ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণ মাদারীপুর সমাবেশস্থলে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে সমাবেশস্থলের উদ্দেশ্য রওনা হন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণ করা অভিনন্দন জানান এবং আগামীতেও প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পাশে থাকবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন