হবিগঞ্জে সাড়ে ৬০০ বন্যার্তর মাঝে পুলিশ সুপারের ত্রাণসামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলির নেতৃত্বে বানিয়াচং উপজেলার চমকপুর, বাগহাতা ও আশপাশের  গ্রামের বন্যার্ত ১৫০টি পরিবারের  মধ্যে ত্রাণসামগ্রী (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৫০০ জনের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

বুধবার (২৯ জুন) দিনব্যাপী এসব বিতরণ করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। পরে পুলিশ সুপার বন্যা কবলিত হাওড়ের বিভিন্ন গ্রাম পরিদর্শন, হাওড়ের  মানুষের জীবন জীবিকারধরণ পর্যবেক্ষক করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

জানা গেছে, বন্যা মোকাবেলা ও প্রাকৃতিক দূর্যোগকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার এসএম মুরাদ আলির নেতৃত্বে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলীসহ থানায় কর্মরত অফিসার ফোর্স এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts