টাইগাররা আজ সিরিজ জয় নিশ্চিত করতে চায়

টাইগাররা আজ বুধবার (১৩ জুলাই) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে টি-স্পোর্টস চ্যানেলে।

সফরে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ (বৃষ্টির কারনে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়)। হারের বৃত্তে থেকে বেরিয়ে  জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের টানা নবম ওয়ানডে জয় । এর চেয়ে শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ টানা ১৪ ওয়ানডে  ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে  বাংলাদেশ দলের।

দ্বিতীয় ম্যাচ জিততে পারলে  সিরিজের জয় নিশ্চিতের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টানা ম্যাচ জয়ের সংখ্যাটা দুই অংকে অর্থাৎ ১০-এ পৌঁছে যাবে।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে, ক্যারিবীয়দের বিপক্ষে এগিয়ে থাকলেও  হাল ছাড়তে রাজি নয় তার দল। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে বেশ কয়েকটি ক্যাচ ফেলেছেন  এবং যদি এই ধারা অব্যাহত থাকে তবে দল বড় সমস্যা পড়তে পারে।

৬ উইকেটের হার দিয়ে শুরু করলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে  সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। চলমান সিরিজের প্রথম ম্যাচে হেরে বাংলাদেশের কাছে টানা নয়টি ওয়ানডেতে পরাজয়ের  রেকর্ড রয়েছে ক্যারিবীয়দের।

শেষ দুই ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলে সিরিজ জয়ের  ব্যপারে  আশাবাদি মারকুটে ব্যাটার পুরান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে  টানা ১০ম জয়ের রেকর্ড  করতে দিতে চান না  পুরান।ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াকে পুরান বলেন, আমরা জানি আমাদের বিপক্ষে অনেকগুলো ওয়ানডে জিতেছে বাংলাদেশ।এটা হতেই পারে।  তবে  আমি মনে করি আমাদের এখনও সিরিজ জয়ের সুযোগ আছে। আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবো আমরা। মাঠে  নিজেদের সেরাটা  দেওয়ার  বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।

প্রথম ম্যাচে সহজ জয়ের কারনে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, আনামুল হক, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), শামারাহ ব্রুকস, ব্রান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কেসি কার্টি, কাইল মায়ার্র্স, গুদাকেশ মোতি, কিমো পল, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, এন্ডারসন ফিলিপ ও জেইডেন সিলেস।

Print Friendly, PDF & Email

Related Posts