ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে

মোকাম্মেল হক মিলন, ভোলা: নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

এই উপলক্ষে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মতবিনিময় করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোল্লা এমদাদুলাহ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন।

সংবাদ সম্মেলনে জেলা কর্মকর্তা বলেন, জেলার মৎস্যজীবীরা একপেশায় থাকে, বন্ধ সময়ে ভিজিএফ চালসহ বিভিন্ন ধরনের সামরিক সুবিধা প্রদান করা হয় কিন্তু প্রায় দুই লাখ মৎস্যজীবীরা এক পেশা নিয়ে দুঃখ কষ্ট আছেন। তাই বিকল্পভাবেই সহায়তা প্রদান করতে হবে।

তিনি বলেন, মৎস্যজীবীদের বিকল্প কর্ম সংস্থান করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কর্মকর্তা আরো বলেন. ভোলা জেলায় নিবন্ধনকৃত মৎস্যজীবি ১ লাখ ৪৪ হাজার ১৮৩ জন এবং মৎস্য চাষি রয়েছেন ৫৩ হাজার ২৩০ জন।

সর্বোপরি তিনি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারি বেসরকারি পর্যায়ের সহ সাংবাদিক মহলের কাছে সহযোগিতা কামনা করেন।

Print Friendly

Related Posts