টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নাগরপুরে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ মামলায় লিয়াকত আলী (৫৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ন আলীর ছেলে।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেলে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রী (১০) বাড়ির পাশে খেলা করছিলো। লিয়াকত আলী বড়ই খাওয়ার লোভ দেখিয়ে তার নিজ বসতঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে কাউকে না বলার কথা বলে ঘরে থেকে বের করে দেয়। ভিকটিম পরের দিন পরিবারের লোকজনকে জানালে শিশুটির দাদা আব্দুল আওয়াল বাদি হয়ে ২ এপ্রিল নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ ৮ জনের স্বাক্ষ্য দেওয়ার পর এই রায় দেন আদালত।

এআই/টি

Print Friendly, PDF & Email

Related Posts