হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে অভিযান চালিয়ে নানা প্রজাতির ৯টি পাখি, পাখি রাখার খাঁচা ও পাখি শিকারের ফাঁদ উদ্ধার হয়েছে। শিকারীদের কবল থেকে উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ৪টি কোড়া, ৪টি তিলা ঘুঘু ও ১টি শালিক পাখি রয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন- বিকেলে জেলার মাধবপুর উপজেলার শাহপুর ও আলাকপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি, খাঁচা ও ফাঁদগুলো করা হয়। এ ব্যাপারে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এ বিভাগের জিয়াউল হক রাজু, রানা আহমেদ, তাপস ভর, টিপলু দেব, পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মো. মোজাহিদুর রহমান মসি, বন্যপ্রাণী অভিযান সোসাইটি হবিগঞ্জের সভাপতি হৃদয় এস এম শাহ্-আলম।
অভিযানকালে মাধবপুর থানার এসআই শুভ দে ও একদল পুলিশ সহযোগীতা করে।
মামুন/এইচ