বেটিংয়ের বিজ্ঞাপনে সাকিব, ক্ষুব্ধ বিসিবি

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘোষণা নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেন বাঁহাতি অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই চুক্তির বিষয়ে তার বক্তব্য জানতে চাইবে। বিষয়টি সত্যি হলে তাকে নোটিশ পাঠানো হবে বলে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান।

বৃ্হস্পতিবার (৪ আগস্ট) বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন নাজমুল। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে বোর্ড ছাড় দেবে না। তবে আগে সাকিবের সঙ্গে কথা বলবে বোর্ড। তার বক্তব্য জানতে চাইবে।

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ আমরা তো অনুমতি দেবোই না। তার মানে আমাদের কাছে অনুমতি চায়নি। এরপর জানতে হবে আসলেই চুক্তিটা হয়েছে কি না। আজকের মিটিংয়ে এটা উঠেছে, এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলেছি এমন চুক্তি হয়েছে কি না তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে।’

সাকিবকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হবে বললেন নাজমুল হাসান, ‘নোটিশ দেওয়া হবে কারণ জানতে চেয়ে। এটা তো বোর্ড মেনে নেবে না। বেটিংয়ের সঙ্গে কোনোরকম সংশ্লিষ্টতা থাকলে বোর্ড সেটা গ্রহণ করবে না। আবার বলেছে বেটিং সংক্রান্ত নাও হতে পারে। তখন তো আমি কোনও সিদ্ধান্ত নিতে পারি না।’

এর আগে মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট নিউজের  সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’

সাকিব আরও লেখেন, ‘বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’

Print Friendly, PDF & Email

Related Posts