মহিউদ্দিন রনি এখন সিলেট রেলস্টেশনে

সিলেট প্রতিনিধি: রেলখাতের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবার সিলেট রেলওয়ে স্টেশনে এসেছেন।

শুক্রবার (৫ আগস্ট) রাতে রনি সিলেট রেল স্টেশনে এসে পৌঁছেন এবং সচেতনতা সৃষ্টি করতে যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে রনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কেউ যদি রেলখাতে ভোগান্তির শিকার হন তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। কেউ অভিযোগ করে ফলাফল না পেলে আমাকে ইমেইল করতে পারেন। আমি আপনাদের হয়ে কাজ করবো।’

মহিউদ্দিন রনি বলেন, ‘সিলেটের মানুষ অনেক সচেতন। সিলেটে আসার পর আমরা তেমন কিছু পাইনি৷ এসে দেখলাম কোনো কর্মকর্তা-কর্মচারী শৃঙ্খলা ও দায়িত্বে অবহেলা করছেন কিনা। তবে এ অঞ্চলের লোকজন সচেতন। তবে আমরা রেল স্টেশনে অবস্থানকালে ১ ব্যক্তিকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে দেখেছি। পরে তাকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে সচেতন হতে হবে। অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

রনি বলেন, ‘বর্তমানে সবকয়টি রেল স্টেশন শৃঙ্খলার মধ্যে রয়েছে। এটাই ভালো লেগেছে। আমরা দুর্নীতিমুক্ত ও অব্যবস্থাপনা মুক্ত রেল সেক্টর দেখতে চাই।’

Print Friendly

Related Posts