রোববার (৭ আগস্ট) জিম্বাবুয়ের কাছে ৫ উইকেটে হারের ফলে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ৯ বছর পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে পৌঁছে যায় ১৫ বল হাতে রেখে।
ম্যাচ হারের পর এবার জরিমানাও গুনতে হচ্ছে বাংলাদেশের।
হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে বাংলাদেশের ক্রিকেটারের। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রবিবার হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আর শুনানির প্রয়োজন হয়নি।
সিরিজের শেষ ম্যাচে আগামীকাল বুধবার ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্ববুয়ে। এই ম্যাচে হারলে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পাবে টাইগাররা।