মুশফিকের ‘ডাক’, শান্তর ‘গোল্ডেন ডাক’

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১০ ওভারে ৩ উইকেটে ৪৭ রান।

এনামুল হক বিজয় ২৪ ও মাহমুদ উল্লাহ রিয়াদ শূন্য রানে ব্যাট করছেন। সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। তামিম ৩০ বলে ১৯ রান করলেও রানের খাতা খুলতে পারেননি শান্ত ও মুশফিক। শান্ত পেয়েছেন গোল্ডেন ডাক।

রোববার (৭ আগস্ট) জিম্বাবুয়ের কাছে ৫ উইকেটে হারের ফলে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ৯ বছর পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে পৌঁছে যায় ১৫ বল হাতে রেখে।

সিরিজের শেষ ম্যাচে আজ বুধবার । এই ম্যাচে হারলে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পাবে টাইগাররা।

Print Friendly

Related Posts