বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর দখিনের পেয়ারা অঞ্চল ঘুরে গেলেন।
শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত ঝালকাঠির ভীমরুলি ও নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা পরিদর্শন করেন তিনি। তারসঙ্গে থাইল্যান্ড দূতাবাসের আরও ৫ জন কর্মকর্তা ছিলেন।
এ সময় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদারও তারসঙ্গে ছিলেন।
মিঠুন হালদার জানান, রাষ্ট্রদূতকে পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা পার্ক ঘুরিয়ে দেখানো হয়। তবে তিনি সরকারি কোন সফরে আসেননি। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বারুকাঠি মিয়া বাড়ির সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়া বাড়ির বড় ছেলে ব্যারিস্টার ফখরুল ইসলাম এর আমন্ত্রণে তার বাড়ি আসেন। পরে তিনি নৌকায় চরে পেয়ারা অঞ্চল ঘুরে দেখেন।