ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগ ১০ লক্ষ টাকা ক্ষতি, থানায় অভিযোগ

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে ছোট চন্দ্রাইল এলাকায় মোতালেব হোসেনের মাছ ভর্তি ২ বিঘা পুকুরে পূর্ব শক্রতার জের ধরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার ক্ষতি করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ধামরাই থানায় ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোতালেবের ছেলে শিপন মিয়া।

অভিযোগে শিপন মিয়া জানায়, গতকাল (বুধবার) দুপুর আনুমানিক দুই টার সময় জিয়া ও তার ছেলে কোরবানসহ ৫ জন আমার পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। বিষ প্রয়োগের সময় আমার বড় ভাই রোকন, শাকিল মোস্তফা দেখি আমাকে বিষয়টি জানালে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে উল্টো লাটিসোটা নিয়ে আমার উপর হামলা চালায়।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন মোতালেব।

এ ব্যাপারে শিপন জানান, আমি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে খরচ করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি। গতকাল দুপুরে পূর্ব শক্রতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে। আমি ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক এসআই বেলায়েত হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

Related Posts