বৃষ্টি, সৌম্যদের সিরিজ ড্র

৭ রান স্কোরবোর্ডে জমা না হতেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। ধাক্কা সামলে প্রতিরোধ গড়েন সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুন। ২০ রানে মিঠুন ফিরলেও সৌম্য ছিলেন সাবলীল।সৌম্যর জন্যও রানে ফেরাটা ছিল ভীষণ প্রয়োজন। তিনি সেই পথেই হাঁটছিলেন।

শনিবার (২০ আগস্ট) বাংলাদেশ রান তাড়া করতে নামলে ১৫.৪ ওভার খেলা শেষে আসে বৃষ্টি। ততক্ষণে ৩ উইকেট হারিয়ে ৬১ রান করে সফরকারীরা। এর পর বৃষ্টির জন্য আর একটি বলও মাঠে গড়ায়নি। পরিত্যাক্ত হয় ম্যাচটি। তিন ম্যাচের সিরিজ ড্র হয় ১-১ এ।

৪টি চারের মারে ৪২ বলে ৩০ রান করে অপরাজিত ছিলন সৌম্য। বৃষ্টি আসার আগের ওভারে ৪১ বলে ২০ রান করে আউট হয়েছিলেন মিঠুন। মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩ রান। আরেক ওপেনার সাইফ হাসান করেন মাত্র ২। উইন্ডিজের হয়ে ২ উইকেট নেন শেরমন লুইস।

এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এ দলের সামনে ২৩৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বিশপ টেডির ফিফটি ও টেগরানাইন চন্দরপলের ৪৩ রানে চড়ে স্কোর বোর্ডে ২৩৮ রান তোলে স্বাগতিকরা।

তিনে এসে দারুণ সঙ্গ দেন বিশপ। ৪৩ রানে ফেরেন ওপেনার চন্দরপাল। রাকিবুল হাসানের স্পিনে কাবু হন তিনি।  চতুর্থ উইকেটে জাস্টিন গ্রেভেসকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন বিশপ। ৩৬ রান করে রাজার দ্বিতীয় শিকার হন গ্রেভেস।

শেষের দিকে রাজা- মৃত্যুঞ্জয়দের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে রাজা একাই নেন ৪ উইকেট।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts