সংবাদ সম্মেলনে যাদবপুর ভুবন মহন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক
মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে যাদবপুর ভুবন মহন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোলা টাকা আত্মসাৎসহ নানা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক আলী হায়দার।
সোমবার তার শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
প্রধান শিক্ষক আলী হায়দার বলেন, আমি কোন বিদ্যালয়ের টাকা পয়সা আত্মসাৎ করি নাই বরং আমি অত্র বিদ্যালয়ে যোগদানের পর স্থানীয় এমপির মাধ্যমে এসএসসি ও জেএসসির পরীক্ষার কেন্দ্রসহ স্কুল থেকে কলেজে রূপান্তর করেছি। চারতলা ভবন গড়েছি। স্কুলের আয়ের টাকায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে স্কুলের তিনতলা ভবন সহ অত্র বিদ্যালয়ের বাউন্ডারির কাজ সম্পূর্ণ করেছি।
এসময় যাদবপুর ভুবন মহন স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্যসহ ছাত্র-ছাত্রীদের ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।