ভোলায় ছিনতাইর ৮ ঘন্টায় তিন লাথ টাকাসহ মালামাল উদ্ধার, আটক ১

মোকাম্মেল হক মিলন, ভোলা: ভোলা সদরের ওয়েস্টার্নপাড়ায় ছিনতাই হওয়ার ৮ ঘন্টার মধ্যে তিন লক্ষ টাকাসহ সব মালামাল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় শহিদ (৫২) নামে একজনকে আটক করেছে। ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তার নিজ বসতবাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (২০ আগস্ট) ওয়েস্টার্নপাড়ার মোসলেউদ্দিন স্টোরের সত্বাধিকারী খোকন (৫৩)
রাত ১১ টার সময় তার দোকান বন্ধ করে নগদ ৩ লাখ ১৫ হাজার ২শ টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি কাপড়ের ব্যাগে নিয়ে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারী সবকিছু নিয়ে পালিয়ে যায়৷
পরে খোকন ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানালে ভোলা সদর থানার একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী শনাক্ত ও অনুসন্ধান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ভিক্টিমের তথ্যানুযায়ী ও সিসি ফুটেজ পর্যালোচনা করে অভিযান পরিচালনা করি। পরে শহিদকে আটক করে তার দেওয়া তথ্য মতে টাকা, মোবাইল ফোন, ঘড়ি ও নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হই৷

Print Friendly, PDF & Email

Related Posts