মাইলস্টোন কলেজে তিনদিনব্যাপী বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী বিতর্ক বিষয়ক এক শৈল্পিক কর্মশালা।

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয় সামনে রেখে তিনদিনের অনুশীলনমূলক কর্মশালার আয়োজন করেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব।

আয়োজনের প্রথম দিন অর্থাৎ গত ২২ আগস্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।

কর্মশালার দ্বিতীয় দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

সমাপনী দিন অর্থাৎ ২৪ আগস্ট, নবীন বিতার্কিকদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সহসভাপতি ও মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।

বিতর্কের এই নান্দনিক আয়োজনে মাইলস্টোন কলেজে নবম এবং একাদশ শ্রেণিতে অধ্যায়নরত বাংলা ও ইংরেজি মাধ্যমের ৩৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। যুক্তি উপস্থাপন, খন্ডন ও বিশ্লেষণের শিক্ষণীয় কর্মশালায় স্বনামধন্য বিতার্কিকদের পাশাপাশি মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের প্রাক্তন সেরা বিতার্কিকরা তাদের অভিজ্ঞতার আলোকে নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ প্রদান করেন।

সূত্র: শাহ বুলবুল

ছবি : বিতর্ক বিষযক কর্মশালায় নবীন বিতার্কিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সহসভাপতি ও মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।

Print Friendly, PDF & Email

Related Posts