কুমিল্লা সংবাদদাতা: দুই ছেলে দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবনযাপন করছেন। বাবা-মা এবার ছেলেকে বিয়ে করিয়ে সংসারি করতে চান। ছেলেকে বললেন ঘরে বউ আনতে। তবে ছেলে যেনো হেলিকপ্টারে করেই তাদের বউ আনেন, এটাই বৃদ্ধ বাবা-মায়ের আবদার।
সে আবদার পূরণও করলেন ছেলে সোহাগ ভূইয়া। তিনি হেলিকপ্টার ভাড়া করেই বাড়িতে বউ নিয়ে এলেন। আর সেই দৃশ্য দেখে আনন্দে কেঁদে ফেলেন বৃদ্ধ বাবা-মা।
সোহাগ ভূইয়া কান্দুঘর এলাকার রফিকুল ইসলাম ভূইয়ার ছেলে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এমন দৃশ্য দেখলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর এলাকাবাসী। বাবা-মায়ের আবদার রক্ষা করায় এলাকাবাসীও আনন্দিত।
স্থানীয়রা জানান, সোহাগ ভূইয়া বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামে বিয়ে করতে যান। সেই বরযাত্রায় ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওপ্পেলা রাজু নাহাসহ অন্যান্যরা।
বরের মামা লুৎফুর রহমান সরকার বলেন, আমার দুই ভাগনে ইতালিতে থাকে। ছোট ভাগনে সোহাগ কিছুদিন আগে দেশে আসে। তার বাবা-মা আবদার করলেন বউ আনতে হবে হেলিকপ্টারে। এই কথা শুনে সোহাগ ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে। এলাকার মানুষজন দেখতে আসছে। আমার বোনের বাড়িজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের ঢেউ। শুক্রবার বৌ-ভাত।