চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামছে ভারত। তাদের জন্য এটি পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়ার ম্যাচ। গত বছর এই দুবাইয়ে এশিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত।
আজ (রোববার) ফের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের আগের একাদশ নিয়ে দোটানায় ভারত, বিশেষ করে ব্যাটিং লাইন নিয়ে। ঋষভ পান্ত নাকি দিনেশ কার্তিক জায়গা পাবেন, সেটা একটা প্রশ্ন। আর ওপেনিংয়েই বা কাকে দেখা যাবে।
এছাড়া ইনজুরিতে পড়েছেন দলের বোলিংয়ের মূল অস্ত্র যশপ্রীত বুমরা। এই সুযোগে তরুণ ও উদীয়মান খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে পারবেন।
রোহিত শর্মা—এলবিডব্লু। লোকেশ রাহুল—বোল্ড। ১৩ বলের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের ১০ মাস পর ওই দুবাইয়েই যখন আরেকবার মুখোমুখি হচ্ছে দুই দল, তখন চোটের কারণে ছিটকে গেছেন আফ্রিদি।
সীমান্তে সংঘাত, কাঁটাতারের বেড়া ও রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণেই ভারত–পাকিস্তান ম্যাচে উত্তেজনার পারদ থাকে একটু বেশি। অনেক সময়ই সেই উত্তেজনার ছোঁয়া লাগে ক্রিকেটারদের গায়েও। দলীয় শ্রেষ্ঠত্বের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা তুলনা করতে থাকেন দুই দলের সেরা খেলোয়াড়দের নিয়েও।