ভারতের বিদায়, নাটকীয় ম্যাচে পাকিস্তান ফাইনালে

নাটকীয় ম্যাচে আফগানিস্তানিকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে পাকিস্তান। শারজায় আফগানদের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে এক উইকেটে জিতেছে বাবর আজমের দল।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রান তাড়া করতে নেমে ১১৮ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান। এই সময় পাকিস্তানের প্রয়োজন ছিল ৭ বলে ১২ রানের।

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রানের। ফজলহক ফারুকির করা শেষ ওভারের প্রথম দুই বলে ২ ছক্কা মেরে পাকিস্তানকে জেতান নাসিম। ৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তানের শাদাব খান ২৬ বলে ৩৬ ও ইফতিখার আহমেদ ৩৩ বলে ৩০ রান করেন। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ২৬ বলে ২০ ও আসিফ আলী ৮ বলে ১৬ রান করেন। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক ৩টি করে উইকেট নেন। রশিদ খানের শিকার ২ উইকেট।

এর আগে, টসে হেরে দারুণ শুরু করলেও তা ধরে রাখতে পারেনি আফগানরা। চতুর্থ ওভারে দলীয় ৩৬ রানে বিদায় নেন ১১ বলে ১৭ রান করা রাহমানউল্লাহ গুরবাজ। দলীয় ৪৩ রানে বিদায় নেন অপর ওপেনার হযরতউল্লাহ জাজাই। তিনি করেন ১৭ বলে ২২।

তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়লেও ইব্রাহিম জাদরান ও করিম জানাত খেলেছেন ধীরগতিতে। ১৯ বলে ১৫ রান করে জানাত বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর সুবিধা করতে পারেননি নাজিবুল্লাহ জাদরান (১০), মোহাম্মদ নবী (০)। আর ইব্রাহিম বিদায় নেন ৩৭ বলে ৩৫ রান করে।

শেষ দিকে রশিদ খানের ১৫ বলে ১৮ ও আজমতউল্লাহর ১০ বলে ১০ রানের কল্যাণে ৬ উইকেটে ১২৯ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান।   পাকিস্তানের পক্ষে পেসার হারিস রউফ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট শিকার করেন।

এই ম্যাচে পাকিস্তানের জয়ের ফলে চলতি আসরের ফাইনালে উঠে গেছে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পাকিস্তানের জয়ের ফলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে ভারত ও আফগানিস্তানের।

Print Friendly, PDF & Email

Related Posts