নবীনগরে ভেজাল পন্য উৎপাদন করায় এক ব্যক্তির ৬ মাসের জেল

জ.ই বুলবুল: নবীনগরে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ সহ আসল মোড়কে নকল পণ্য সরবরাহ করার অভিযোগে অসাধু ব্যক্তির ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলার নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোশারফ হোসাইনের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর এলাকার জল্লা নামক স্থানে জৈনক ব্যক্তি নিজ বাড়িতে অবৈধভাবে সার্ফ এক্সেল পাইডার, রিন পাউডার, বাচ্ছাদের জুস এবং হাইস্পিড উৎপাদন করে বিভিন্ন হাট বাজারে সরবরাহ করে আসছিলো।
অভিযানে এসব উৎপাদিত পণ্য ব্যক্তি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এবং কর্তৃপক্ষের কোনো অনুমোদন না থাকায় অর্থাৎ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন করায় উক্ত ধারা লঙ্ঘনের অভিযোগে ওই অসাধু ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।এ অভিযান অব্যাহত থাকবে।
Print Friendly

Related Posts