বাংলা ভাষায় এসএমএস সংবাদ ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

মেট্রো নিউজ : মোবাইল অপারেটর রবিকে সঙ্গে নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আনুষ্ঠানিকভাবে চালু করল বাংলা ভাষায় এসএমএস সংবাদ সেবা; যে উদ্যোগকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বুধবার এক অনুষ্ঠানে এই সেবা চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় বঙ্গভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদকমণ্ডলী ও রবি’র শীর্ষ নির্বাহীদের সাক্ষাৎ দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “এ এক বিরাট ব্যাপার।” এ ‘অনন্য কৃতিত্বের জন্য’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও রবিকে অভিনন্দন জানান তিনি।

বুধবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও প্রাথমিক পর্যায়েই ৫০ হাজার গ্রাহক বাংলায় এসএমএস সংবাদ সেবা পাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তাদেরও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি হামিদ।

সাক্ষাৎ চলাকালেই রাষ্ট্রপতির বার্তা গ্রাহকদের মোবাইল ফোনে পৌঁছে যায়। সেখানে লেখা ছিল -“আপনাদের শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।”

Print Friendly, PDF & Email

Related Posts