নবীনগরে শেখ হাসিনা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

জ.ই বুলবুল: ব্রাহ্মণবাড়ীয়া নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজে শেখ হাসিনা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ প্রাঙ্গনে ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য’ আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক ভিসি কামাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, পৌর মেয়র শিব সংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, সহকারী কমিশনার ভুমি মোশাররফ হোসেন, জেলা আ’লীগ নেতা শারিরিয়ার বাদল, নবাগত ওসি সাইফুদ্দিন আনোয়ার সহ রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষক নেতৃবৃন্দ।

Print Friendly

Related Posts