মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার মিশন সফল

অবশেষে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার মিশন সফল হলো। মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।

সাকিব আল হাসানকে অধিনায়ক, নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক রেখে মিরপুরের হোম অব ক্রিকেটের প্রেস কনফারেন্স কক্ষে টাইগারদের বিশ্বকাপ দল জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভালো পারফরম্যান্স করতে পারেননি রিয়াদ। এবছর ৮টি টি-টুয়েন্টি খেলে ১৮.৮৮ গড়ে করেছেন মাত্র ১৫১ রান। স্ট্রাইক রেট মারকুটে ক্রিকেটের সাথে বেমানান ১১০.২২। মুশফিকুর রহিম এশিয়া কাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিলে তাকে ঘিরেও আলোচনা-সমালোচনার পারদ চড়তে থাকে।

বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে নামতে হতে পারে ওপেনারের ভূমিকায়। টাইগার জার্সিতে ৯টি টি-টুয়েন্টি খেলে তার পরিসংখ্যানটাও মলিন। ১৮.৫০ গড়ে ১০৪.২৩ স্ট্রাইক রেটে করেছেন ১৪০ রান।

সৌম্য সরকারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। দীর্ঘদিন টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও রিজার্ভ বেঞ্চে।

পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। সঙ্গী পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

চোটের কারণে এশিয়া কাপে না থাকা লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

১৬ অক্টোবর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল সুপার-১২ পর্বে যাবে।

স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ২২ অক্টোবর শুরু হবে সুপার-১২ পর্ব। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল হবে টাইগারদের প্রথম প্রতিপক্ষ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

টাইগার টিম ম্যানেজমেন্টকে কঠিন সিদ্ধান্তটি নিতে হল অবশেষে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে বলেছেন, ‘রিয়াদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। জাতীয় দলের হয়ে অনেক ভালো ভালো খেলা আমাদের উপহার দিয়েছে। শ্রীরাম (টি-টুয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট) আমাদের একটা পরিকল্পনা দিয়েছে। আগামী একবছরের জন্য এই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। একটু ডিফারেন্ট ডিরেকশন। ঐ পরিকল্পনার সাথেই আমরা গিয়েছি। সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেয়া হয়েছে।’

‘সবার সাথে পরামর্শ করা হয়েছে। সাকিব তো এশিয়া কাপ থেকেই অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের সবার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ যোগ করেন মিনহাজুল।

Print Friendly, PDF & Email

Related Posts