সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে দিয়েছে নেপাল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের এই জয়ে নেপালের ফাইনাল নিশ্চিত হয়েছে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেছেন রশ্মি কুমারী ঘিসিং।

সোমবারের ফাইনালে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

গত পাঁচ আসরে ৪ বার এই আসরের রানার্সআপ হয়েছিল নেপাল। ৪ বারই হেরেছিল ভারতের কাছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর)সেমিফাইনালের লড়াইয়ে ভারতকে হারিয়ে যেন পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে ফাইনালে জায়গা করে নিল তারা।

এর আগে দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন সাবিনা। একটি করে গোল স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুনের। ২০১৬ সালের পর প্রথমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল।

Print Friendly, PDF & Email

Related Posts