ভোলার লালমোহনে মো. রিয়াজ হাওলাদার নামের এক সার-কীটনাশক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে প্রকাশ্যে মারধর করে তার কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে দাবি করেছেন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ।
রিয়াজের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লালমোহন বাজারের অগ্রণী ব্যাংক থেকে ৮০ হাজার টাকা তোলেন তিনি। পরে ওই টাকা নিয়ে বাজারের দুটি সার ও কীটনাশক দোকানে মালপত্র কিনতে যান।সেখানে থাকা মো. টিটন নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে পাঁচ-ছয়জন মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর তাকে আহত করে।
রিয়াজ জানান, হামলাকারীরা তার কাছ থেকে সার-কীটনাশক কেনার জন্য রাখা ৮০ হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি সেখান থেকে দৌড়ে লালমোহন থানার মোড়ে এলেও সেখানে এসে হামলাকারীরা তাকে মারধর করে। তাকে ‘মেরে ফেলার নির্দেশ রয়েছে’ বলেও উল্লেখ করেন তিনি। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।