জ.ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে একাত্মা ও সুসংহত করার লক্ষ্যে সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণকে নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিকটবর্তী দূর্গ পূঁজার নিরাপত্তা রক্ষার্থে গুজব থেকে দূরে থাকার জন্য বক্তারা বিশেষভাবে জোর দেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল।
সম্মানীত অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহগীর আলম, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, স্হানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারন সম্পাদক সাইদুল রহমান, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, সাংবাদিক সঞ্জয় সাহা, জ.ই বুলবুল প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতিতে একাত্মা হয়ে কাজ করে যেতে হবে। বাঙ্গালির সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।কারো এলাকায় যদি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে ঐ এলাকার জন প্রতিনিধি দায়ী থাকবেন। শিক্ষা -সংস্কৃতিখ্যাত নবীনগরের ঐতিহ্য ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।