বরগুনায় টিআর বরাদ্দের অর্থ ছাড় না দেয়ার প্রতিবাদে মানববন্ধন

ইফতেখার শাহীন: বরগুনা সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার অনুকুলে ২০২১-২২ অর্থ বছরে টিআর উপ-বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড় না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বুধবার সকাল ১১ টায় উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ চৌমূহনী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন রায়ভোগ ফাজিল হাওলাদার বাড়ী নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রিপন হাওলাদার, পূর্ব রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফরসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠানের অনূকুলে টিআর উপ-বরাদ্দকৃত অর্থ আমরা পাবো বলে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছি। কিন্তু কাজ করেও আজ পর্যন্ত বরাদ্দকৃত অর্থ আমরা পাইনি। ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা যাচাইপূর্বক প্রতিষ্ঠানের অনূকুলে বরাদ্দ অর্থ ছাড় দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করছি।

Print Friendly

Related Posts