নবীনগর উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে আসছেন ক্ষেমালিকা চাকমা

জ.ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আসছেন ক্ষেমালিকা চাকমা।

২৭ সেপ্টেম্বর এক আদেশে চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত প্রজ্ঞাপনে ক্ষেমালিকা চাকমাকে উপজেলা নির্বাহী অফিসার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়।

এর আগে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে নোয়াখালী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়। সম্প্রতি তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এর আগে নবীনগর উপজেলায় কোনও নারীকে ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়নি। উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন ক্ষেমালিকা চাকমা। তিনি ৩৪তম বিসিএস ক্যাডার, রাঙামাটি জেলায় তার জন্মস্থান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

Print Friendly

Related Posts