জ. ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় বালুবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৯দিন পর রাজু মিয়া (২৮) নামে নৌকার মাঝির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ রাজুর লাশ উদ্ধার করা হয়।
রাজু মিয়া কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে।
সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম চৌধুরী বলেন, গত বুধবার (২ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ বালুবাহী নৌকাকে ধাক্কা দেয়। এতে বালুবাহী নৌকার মাঝি রাজু মিয়াসহ তিনজন নদীতে ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় দুই জনকে উদ্ধার করা হয়। পরে নৌ-পুলিশের একটি টিম ও ডুবুরি দলসহ উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ রাজু মিয়ার খোঁজ পায়নি। বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি ডুবুরি দল এবং নৌ-পুলিশের একটি টিম নৌকাটি উদ্ধার অভিযান পরিচালনা করিলে নৌকার ভিতরের আটকে থাকা নৌকার মাঝি রাজু মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তেলবাহী জাহাজটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।